প্রকাশিত: Tue, Mar 21, 2023 4:01 PM
আপডেট: Tue, May 13, 2025 8:43 AM

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের জন্মদিন

আশিক নূরী : [১] সূর্য কুমার সেন যিনি ‘মাস্টারদা’ নামে সমধিক পরিচিত। তিনি প্রচণ্ড কালো থাকায় তাঁর ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবেও তিনি পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। 

[২] সূর্য সেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশী বালা সেন। শৈশবে পিতা মাতাকে হারিয়ে সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছেন। [৩] সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভাল ছাত্র ছিলেন। তাঁর প্রথম স্কুল ছিল দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী সময়ে তিনি ১৯১২ সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশদত্তের ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা (এন্ট্রান্স), চট্টগ্রাম কলেজ থেকে ‘এফ.এ’ এবং মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ‘বি.এ’ পাশ করেন। 

[৪] সূর্য সেন স্কুলের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা করার কারণে তিনি ‘মাস্টারদা’ হিসেবে পরিচিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডে ১৯৮০ সালে মাস্টারদা ও তাঁর সহযোদ্ধাদের স্বাধীনতা আন্দোলনের উপর ভিত্তি করে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তিলাভ করে। [৫] মাস্টারদা সূর্য সেনের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। এছাড়া কলকাতা মেট্রো, সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে ‘মাস্টারদা সূর্য সেন’ মেট্রো স্টেশন। তিনি ১২ জানুয়ারি ১৯৩৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান।